Wellcome to National Portal
Main Comtent Skiped

সাম্প্রতিক পরিকল্পনা

জেলা সমবায় কার্যালয়, শরীয়তপুর কর্তৃক সম্পাদিত সাম্প্রদিক কর্মকান্ডের বিবরণ

                মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলতি বছর ১১,১২ ও ১৩ ইং জানুয়ারী এই তিন দিন ব্যপী উন্নয়ন মেলায় জেলা সমবায় কার্যালয়, শরীয়তপুর ও আওতাধীন ছয়টি উপজেলা সমবায় কার্যালয় জেলা এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে সাফল্য ও কৃতিত্বের পরিচয় দিয়েছে।

                জেলা সমবায় কার্যালয়, শরীয়তপুর জেলা পর্যায়ের উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে নিজ বিভাগের ভাবমুর্তি উজ্জবল করেছে। জেলা পর্যায়ে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।

                উপজেলা সমবায় কার্যালয়, গোসাইরহাট, শরীয়তপুর উপজেলা পর্যায়ের উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে নিজ বিভাগের ভাবমুর্তি উজ্জবল করেছে। তারা উপজেলা পর্যায়ে শ্রেষ্টত্বের মাপ কাঠিতে তৃতীয় স্থান অর্জন করেছেন।

                উৎপাদনমূখী সমবায় সমিতির নিবন্ধন প্রদানের লÿÿ্য সম্পতি ভেদরগঞ্জ উপজেলায় একটি অবহিত করন সভার অনুষ্ঠান করা হয়েছে।

                জেলা সমবায় বিভাগ শরীয়তপুর কর্তৃক নিয়মিত ভাবে সমবায়ীদের কল্যানার্থে কার্য সম্পাদন করা হয়। আলোচ্য বর্ষে সমবায়ীদের সুবিধার্থে নিমণবর্নিত কর্মকান্ড সম্পাদিত হয়েছে।

১। ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানে সহায়তাকরণঃ

                শরীয়তপুর জেলার অধিকাংশ সমবায়ী স্বল্প শিÿÿত। তারা তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন নন। সাধারণ সমবায়ীদের অধিকার রÿার্থে সমবায় বিভাগ, শরীয়তপুর এর উদ্যোগে নিবন্ধিত প্রাথমিক সমবায় সমিতির নির্বাচন পরিচালনায় সহযোগীতা প্রদানের মাধ্যমে জানুয়ারী ২০১৮ ইং মাস পর্যমত্ম ৩৭ টি সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

২। সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সহায়তাকরণঃ

                শরীয়তপুর জেলার অধিকাংশ সমবায়ী স্বল্প শিÿÿত। তারা তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন নন। সাধারণ সমবায়ীদের অধিকার রÿার্থে সমবায় বিভাগ, শরীয়তপুর এর উদ্যোগে নিবন্ধিত প্রাথমিক সমবায় সমিতির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সহযোগীতা প্রদানের মাধ্যমে জানুয়ারী ২০১৮ ইং মাস পর্যমত্ম ১৪২ টি সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।